ঢাকা | বঙ্গাব্দ

‘নুরকে বিদেশে পাঠানো নিয়ে টালবাহানা করছে সরকার’

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2025 ইং
ছবির ক্যাপশন:

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিদেশে চিকিৎসা ও তার ওপর হামলাকারীদের গ্রেফতারে সরকারের গড়িমসির অভিযোগ তুলেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হাসান আল মামুন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি ও দলের অন্যান্য নেতারা।

তারা বলেন, নুরুল হক নুরের নাক ও মস্তিষ্কে গুরুতর আঘাত লেগেছে, যার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া জরুরি। যদিও ঢামেকে প্রাথমিক চিকিৎসা সন্তোষজনকভাবে চলছে, তবে দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য বিদেশে নেওয়া ছাড়া বিকল্প নেই। এ বিষয়ে সরকার আগ্রহ দেখালেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন তারা।

নেতারা আরও বলেন, নূরের ওপর হামলায় জড়িত সেনাসদস্যদের গ্রেফতারেও টালবাহানা করছে সরকার, যা অত্যন্ত হতাশাজনক।

এর আগে, বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে নির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা জানাতে যান সাবেক ভিপি নুরুল হক নুর।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুর। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি এখনো চিকিৎসাধীন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স