ঢাকা | বঙ্গাব্দ

কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা সৌদি আরবের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2025 ইং
ছবির ক্যাপশন:

কাতারে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। বুধবার (১০ সেপ্টেম্বর) রিয়াদে শুরা কাউন্সিলের সভায় এই নিন্দা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে তেলআবিবের আগ্রাসন বন্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মোহাম্মদ বিন সালমান বলেন, “ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কাতারে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানাই। এই ধরনের আগ্রাসন বন্ধ করতে আরব, ইসলামিক এবং আন্তর্জাতিক স্তরে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে দখলদার শক্তিকে রোধ করে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করা যায়।” এছাড়া তিনি জানান, সৌদি আরব কাতারের পাশে দাঁড়িয়েছে।

অপরদিকে, কাতারে হামাসের শীর্ষ নেতাদের ওপর ইসরায়েলের হামলায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “আমি পুরো পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নই। এটি গাজায় শান্তি আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত করতে পারে।”

উল্লেখ্য, ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দোহায় হামাস নেতাদের অবস্থানরত এলাকা লক্ষ্য করে ১২টি বিমান হামলা চালায়। অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সহযোগিতায় এই হত্যাচেষ্টা চালানো হয় বলে জানানো হয়। এই হামলা এমন এক সময়ে ঘটে যখন কয়েকদিন আগে ইসরায়েলি সেনাপ্রধান ইয়ার জামির বিদেশে থাকা হামাস নেতাদের হত্যার হুমকি দেন। এর কয়েক ঘণ্টা পরই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সার ঘোষণা করেন, দেশটি যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স