রাজধানীর কুড়িলে আবারও সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। এই মাসের শুরুতেও তারা বকেয়া বেতনের দাবিতে কুড়িল-এয়ারপোর্ট সড়ক অবরোধ করেছিল। তখন ১০ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের পর আশ্বাস অনুযায়ী কোনো ফলাফল না পাওয়ায় শ্রমিকরা পুনরায় সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকার উভয় লেনে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, যা সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করেছে।
ট্রাফিক গুলশান জানায়, বেতন-ভাতার দাবিতে বাড্ডার কুড়িলে অবস্থিত ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০-৬০০ কর্মী ইনকামিং ও আউটগোয়িং উভয় দিকের রাস্তা বন্ধ করে দিয়েছে। এর ফলে কুড়িল থেকে বাড্ডা ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। পাশাপাশি, এয়ারপোর্ট রোডের ঢাকা-উত্তরা-ময়মনসিংহ হাইওয়ের ইনকামিং এবং আউটগোয়িং লেনে প্রায় ২০০ শ্রমিক রাস্তা বন্ধ করে অবস্থান নিয়েছে।