ঢাকা | বঙ্গাব্দ

হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালিয়েছেন নেপালের মন্ত্রীরা!

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2025 ইং
ছবির ক্যাপশন:

নেপালে জেন-জি প্রজন্মের বিক্ষোভের নতুন ফুটেজ ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে। আন্দোলনের তীব্রতার কারণে দেশটির বেশ কয়েকজন মন্ত্রী পালিয়ে যাচ্ছেন এমন ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এক ভিডিওতে দেখা গেছে, একজন মন্ত্রী এবং তার পরিবারের সদস্যরা সেনা হেলিকপ্টারের দেওয়া উদ্ধার দড়ি (রেসকিউ স্লিং) ধরে নিরাপদে হেলিকপ্টারে উঠছেন। ভিডিওতে মন্ত্রীর বাড়ির ওপর হেলিকপ্টার উড়ে যাচ্ছে এবং তাদের নিরাপদে নিয়ে যাওয়া হচ্ছে। এসময় আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।

বিক্ষোভ শুরুর পর থেকে নেপালের বিভিন্ন মন্ত্রী ও সরকারি কর্মকর্তার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। অনেককে প্রকাশ্যে হেনস্থা এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এর ফলে অনেকেই পালানোর পথ বেছে নিয়েছেন।

ঘটনার সূত্রপাত নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের পর। এই সিদ্ধান্তের প্রতিবাদে জেন-জি প্রজন্মের তরুণরা সড়কে বিক্ষোভ শুরু করে, যা দ্রুত সহিংসতার রূপ নেয়। মঙ্গলবার রাজধানীজুড়ে সরকারি ও বেসরকারি ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি কারফিউ জারি করা হয় এবং সেনাবাহিনী রাজধানীতে মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী টহল দিচ্ছে এবং জনগণকে প্রয়োজন ছাড়া ঘর না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স