ঢাকা | বঙ্গাব্দ

শান্তিপূর্ণভাবে ডাকসু নির্বাচন হয়েছে: প্রেস সচিব

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2025 ইং
ছবির ক্যাপশন:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়েছে উপদেষ্টা পরিষদ পক্ষ থেকে, এমন তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের পরে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। তিনি জানান, প্রধান উপদেষ্টা স্থানীয় সরকারের বিকেন্দ্রীকরণ এবং ক্ষমতাসম্পন্নকরণে বিশেষ জোর দিয়েছেন। এছাড়া পুলিশের স্বাধীন তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

শফিকুল আলম আরও জানান, নেপাল থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঢাকার উদ্দেশে রওনা হয়েছে এবং নেপালে থাকা বাংলাদেশিরাও ভালো আছেন। মেডিকেল কলেজে শিক্ষার মান উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে; এই সংক্রান্ত ৫১টি সংস্কার ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে এবং ২৪৬টি সংস্কার বর্তমানে বাস্তবায়নাধীন। উপদেষ্টারা নিজেরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন, যার মধ্যে এনবিআর, ব্যাংকিং এবং অন্যান্য প্রশাসনিক খাতও রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, সমুদ্রগামী জাহাজের জন্য ৫০০০ ডেডওয়েট টন পর্যন্ত কর অব্যাহতি প্রদান করা হয়েছে। পাশাপাশি, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা সম্পর্কিত সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টার অংশগ্রহণের তথ্য প্রকাশ করা হয় এবং ১৫ সেপ্টেম্বর ওআইসি বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা অংশগ্রহণ করবেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স