ঢাকা | বঙ্গাব্দ

হাজারীবাগে ৬ মাস নেই পানি, তবুও বিল নিচ্ছে ওয়াসা!

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2025 ইং
ছবির ক্যাপশন:

রাজধানীর হাজারীবাগের বাড্ডানগর এলাকায় ছয় মাস ধরে পানি সরবরাহ নেই। বাসিন্দারা বাধ্য হয়ে বাইরে থেকে পানি কিনছেন, তবুও পানিশূন্য লাইনের বিল নিয়মিত দিতে হচ্ছে। দীর্ঘদিন পানি না পাওয়ায় অনেক পরিবার ভোগান্তিতে রয়েছেন, কেউ কেউ এলাকাও ছাড়ার উপক্রম। পানি কবে আসবে বা সংকট কবে শেষ হবে, তা জানে না কেউ। এমন পরিস্থিতি থেকে খোদ ওয়াসাও অবহিত নয়।

বাড্ডানগরের এক বাসিন্দা দেড় মাস আগে ওয়াসার পরামর্শে প্রায় লাখ টাকা খরচ করে ৭০ ফিট খোঁড়াখুঁড়ি করে পাইপ মোটা করেছেন। তবুও পানি ঠিকমত আসেনি। ১০ ফ্ল্যাটের বাসিন্দারা প্রতিদিনের পানির চাহিদা মেটাচ্ছেন বাইরে থেকে পানি এনে, তবুও নিয়মিত বিল দিচ্ছেন। এক নারী গৃহিণী অভিযোগ করেছেন, রান্না, কাপড় ধোয়া ও পরিচ্ছন্নতার কাজ সীমিত পানি দিয়ে করতে হচ্ছে।

অন্য এক বাসিন্দা জানিয়েছেন, তাদের সন্তানরা পানি সংকটে বড় কষ্ট পাচ্ছে, কখনও গোসল ছাড়া কাজ করতে হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের হাজারীবাগের বিভিন্ন এলাকায় মাসের পর মাস পানি সংকট চলেছে। কিছু এলাকায় দিনের একটি সময় সাইকেল পদ্ধতিতে পানি সরবরাহ করা হলেও তা প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে পারছে না। এক বাসিন্দা বলেন, দিনে ১২ থেকে ১৬ ঘণ্টা পানি ছাড়া থাকতে হচ্ছে এবং রাতেও নিয়মিত পানি পাওয়া যায় না।

স্থানীয় পানির পাম্পে সরেজমিনে দেখা গেছে, দুটি পাম্প সচল হলেও আগের তুলনায় পানি উঠছে কম। আগে প্রতি পাম্পে মিনিটে ২ হাজার লিটার পানি উঠতো, এখন তা কমে ১৩০০ লিটারে নেমেছে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় পানি কম আসছে। পাম্প চালক জানিয়েছেন, পাম্প ২৪ ঘণ্টা সচল থাকে, শুধু বিদ্যুৎ না থাকলে বন্ধ থাকে।

ওয়াসা জোন-২ এর সাইট ইঞ্জিনিয়ার ওমর ফারুক জানান, পাম্পের উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে। হাজারীবাগে নতুন বোরিং করা হচ্ছে, মালামাল ইতোমধ্যে পৌঁছে গেছে। হাজারীবাগ-৩ এলাকায় নতুন বোরিং চলছে। অন্যদিকে, নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম ফোনে বা অফিসে পাওয়া যাচ্ছেন না। সাইট ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করতে গেলে সিকিউরিটির বাধার মুখে পড়তে হয়। এছাড়া ওয়াসার প্রধান কার্যালয়ের প্রধান প্রকৌশলীরও ব্যস্ততার কারণে সাড়া পাওয়া যায়নি।

এভাবে বাড্ডানগরের বাসিন্দারা দীর্ঘ সময় ধরে পানির জন্য ভোগান্তিতে পড়েছেন, সমস্যার সমাধান এখনও মেলেনি।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স