ঢাকা | বঙ্গাব্দ

ডেমু ট্রেন কেলেঙ্কারি: রেলের সাবেক ডিজি তৌহিদুলসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2025 ইং
ছবির ক্যাপশন:

ডেমু ট্রেন আমদানি করে প্রায় ৬০০ কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগে রেলওয়ের সাবেক মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুদকের সূত্রে এই তথ্য জানা গেছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় ১০ বছর আগে চীন থেকে ২০টি ডেমু ট্রেন আমদানি করেছিল সরকার। এর মোট ব্যয় ছিল সাড়ে ৬০০ কোটি টাকা। কিন্তু মাত্র পাঁচ-ছয় মাসের মধ্যেই ট্রেনগুলো বিকল হতে শুরু করে। নতুন প্রযুক্তির জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল না থাকার কারণে বারবার মেরামতের চেষ্টা ব্যর্থ হয়। তিন বছর আগে সব ট্রেন স্থায়ীভাবে অচল হয়ে যায়।

দুদক জানিয়েছে, এই প্রকল্প বাস্তবায়নের পেছনে ব্যক্তিগত স্বার্থ ছিল মূল উদ্দেশ্য, যা বর্তমানে রাষ্ট্রীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। মামলায় তৌহিদুল আনোয়ারসহ আরও ৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স