বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী বিভিন্ন জেলায় বদলি হওয়ার পরেও আলোচনার কেন্দ্রে রয়েছেন। অভিযোগ উঠেছে, সরকারি পদমর্যাদা ব্যবহার করে তিনি একাধিকবার বিয়ে করেছেন—মোট ১৭টি বিয়ের কথা বলা হচ্ছে। এছাড়াও, যৌতুকের জন্য স্ত্রীদের ওপর নির্যাতন চালানোর অভিযোগও উঠেছে।
বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিক স্ত্রী অভিযোগ দায়ের করলে বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অবশেষে কর্তৃপক্ষ পদক্ষেপ নেয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দেয়। একই সঙ্গে পটুয়াখালী বিভাগের উপ-বন সংরক্ষক ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞাকে বরিশালের ভারপ্রাপ্ত বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
কবির হোসেনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালের মানুষ মানববন্ধনও করে। এই ঘটনার প্রেক্ষিতে বরিশাল আদালতে মঙ্গলবার দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।