ঢাকা | বঙ্গাব্দ

সামরিক পোশাকে মহড়া পরিদর্শন করলেন পুতিন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2025 ইং
ছবির ক্যাপশন:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক পোশাকে মহড়া পরিদর্শন করেছেন। মস্কো থেকে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনি প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসোভসহ অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে মহড়া স্থলে প্রবেশ করেন। পরে কমান্ড সেন্টারে বসে তিনি বিভিন্ন নির্দেশনা দেন এবং মহড়ায় ব্যবহৃত আধুনিক অস্ত্র ও সরঞ্জাম ঘুরে দেখেন। শেষপর্যন্ত তিনি মহড়ায় উপস্থিত অন্যান্য দেশের সেনা কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন।

উল্লেখযোগ্য, আগস্টের শেষ দিকে পূর্ব ইউরোপের বেলারুশে কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (সিএসটিও)-এর অধীনে সাত দিনব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু হয়। এতে অংশ নিয়েছে রাশিয়া, বেলারুশ, আর্মেনিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তানের সামরিক বাহিনী। অঞ্চলটির ৪১টি স্থানে চলা এই মহড়ায় লাখেরও বেশি সেনা অংশ নিয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯০-এর দশকে গঠিত এই সংস্থাটি ঐ অঞ্চলের নিরাপত্তা ও সামরিক সমন্বয় নিশ্চিত করতে কাজ করছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক ক্রমেই শিথিল হচ্ছে। যদিও ন্যাটোর মতো পশ্চিমা সামরিক জোট সরাসরি তৎপর নয়, তবু এই রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে সম্পর্ক জোরদার করতে যৌথ সামরিক মহড়া আয়োজন করছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, এতে ভবিষ্যতে অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স