ঢাকা | বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে খুবি শিক্ষার্থী নিহত, আহত ১২

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2025 ইং
ছবির ক্যাপশন:

রাঙামাটির সাজেকে পর্যটকবাহী একটি জিপ খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিংকি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

জানা গেছে, শিক্ষা সফর শেষে ফেরার পথে সাজেকের শিজক ছড়া-হাউজপাড়া এলাকায় খুবির শিক্ষার্থীদের বহনকারী একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রিংকি নামের ওই শিক্ষার্থী। দুর্ঘটনাকবলিত জিপটিতে ৩৯ জন শিক্ষার্থী ও ৩ জন শিক্ষক ছিলেন।

দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স