ঢাকা | বঙ্গাব্দ

ভুয়া জুলাই-যোদ্ধার তালিকা প্রকাশ, গেজেটে বাদ পড়ছে ১২৭ নাম

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2025 ইং
ছবির ক্যাপশন:

অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে অংশ না নিয়েও “জুলাই-যোদ্ধা” হিসেবে স্বীকৃতি পাওয়া ১০৪ জনকে ভুয়া ঘোষণা করেছে। যাচাই-বাছাই শেষে এই ১০৪ জনের নামের গেজেট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, একই ব্যক্তির নামে একাধিকবার গেজেট প্রকাশের ঘটনায় আরও ২৩ জনের একটি করে গেজেট রাখা হবে এবং বাকিগুলো বাতিল করা হবে। সব মিলিয়ে মোট ১২৭ জনের গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত হিসেবে যাদের তালিকাভুক্ত করা হয়েছিল, তাদের মধ্যে অনেকেই বাস্তবে আন্দোলনে অংশ নেননি কিংবা আহত হননি। প্রতারণার মাধ্যমে তারা গেজেটে অন্তর্ভুক্ত হন। জেলা কমিটিগুলোর সুপারিশের ভিত্তিতেই এই বাতিল প্রক্রিয়া শুরু হয়েছে।

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী—
ময়মনসিংহ বিভাগে ২০ জন ভুয়া জুলাই-যোদ্ধা ও ১ জনের নামে দুবার গেজেট হয়েছে।
সিলেট বিভাগে ২৬ জন ভুয়া ও ১ জনের নামে দুবার গেজেট।
চট্টগ্রাম বিভাগে ৩৪ জন ভুয়া ও ৪ জনের নামে দুবার গেজেট।
খুলনা বিভাগে ৫ জন ভুয়া ও ৪ জনের নামে দুবার গেজেট।
রংপুর বিভাগে ২ জন ভুয়া।
ঢাকা বিভাগে ৭ জন ভুয়া ও ৭ জনের নামে দুবার গেজেট।
রাজশাহী বিভাগে ৯ জন ভুয়া ও ৪ জনের নামে দুবার গেজেট।
বরিশাল বিভাগে ২ জনের নামে দুবার গেজেট প্রকাশিত হয়েছে।

অর্থাৎ, মোট ১২৭ জনের গেজেট বাতিল করা হবে। এর মধ্যে ২৩ জনের নামে দুইবার গেজেট প্রকাশিত হয়েছিল এবং বাকি ১০৪ জন আন্দোলনে অংশ না নিয়েও জুলাই-যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন।

সরকারি সূত্রে জানা গেছে, আন্দোলনে সম্পৃক্ত না হয়েও অনেক ব্যক্তি জুলাই-যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়ে সরকারি সুযোগ-সুবিধা নিচ্ছিলেন। বিষয়টি নিয়ে সমালোচনা দেখা দিলে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) ঘোষণা দেন—ভুয়া প্রমাণিতদের গেজেট বাতিল ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, জুলাই গণঅভ্যুত্থানে ক শ্রেণিতে অতি গুরুতর আহত ৬০২ জন, খ শ্রেণিতে গুরুতর আহত ১,১১৮ জন, গ শ্রেণিতে আহত ১২,০৮০ জন এবং নিহত ৮৪৪ জনের নাম গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছিল। মোট ১৪,৬৩৬ জনের নাম গেজেটভুক্ত হয়, যার মধ্যে ইতিমধ্যে ৮ জনের গেজেট বাতিল হয়েছে।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন জানান, যাচাই-বাছাইয়ের পর ভুয়া হিসেবে প্রমাণিতদের গেজেট বাতিল করা হবে এবং আইনি প্রক্রিয়ায় অর্থ ফেরতসহ অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, যারা প্রকৃত জুলাই-যোদ্ধা নন অথচ এককালীন অর্থ বা সরকারি সুবিধা নিয়েছেন, তাদের প্রথমে গেজেট বাতিল করা হবে। এরপর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রাপ্ত অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, এই প্রতিবেদনটি মূল সংবাদটির তথ্য, নাম ও বক্তব্য অপরিবর্তিত রেখে ভাষা ও গঠনকে আরও স্পষ্ট, সাবলীল ও পেশাদারভাবে উপস্থাপন করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স