ঢাকা | বঙ্গাব্দ

গাজায় বর্বরতার জেরে আত্মহত্যার চেষ্টা করেছে ২৭৯ ইসরায়েলি সেনা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

গাজার সংঘর্ষের তীব্র প্রভাবে গত দেড় বছরে ২৭৯ জন ইসরায়েলি সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দেশটির পার্লামেন্টের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টারের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে আত্মহত্যার চেষ্টা করা সেনাদের ৭৮ শতাংশই সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিলেন। এটি আগের বছরের তুলনায় আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে কেবল ১৭ শতাংশ সেনার মধ্যে আত্মহত্যার প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল।

অভ্যন্তরীণ সামরিক তদন্তে দেখা গেছে, সাম্প্রতিক আত্মহত্যার প্রচেষ্টা মূলত যুদ্ধের মানসিক চাপ ও মানসিক আঘাতের ফল। এর মধ্যে রয়েছে— দীর্ঘ সময় যুদ্ধক্ষেত্রে মোতায়েন থাকা, গাজার সাধারণ মানুষদের হত্যা বা মর্মান্তিক দৃশ্য প্রত্যক্ষ করা এবং সহকর্মীদের হারানো।

আইডিএফ জানিয়েছে, এসব মানসিক স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় তারা আরও কার্যকর পদক্ষেপ নেবে। পরিকল্পনার মধ্যে রয়েছে কমান্ডারদের প্রশিক্ষণ সম্প্রসারণ, যাতে তারা সৈন্যদের মানসিক দুর্দশার লক্ষণ সনাক্ত করতে পারে। এছাড়া, মানসিক স্বাস্থ্য কর্মকর্তার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স