নির্বাচনের আগে প্রস্তাবিত গণভোট গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সময়, অর্থ ও বিশাল নির্বাচনী আয়োজনের প্রেক্ষিতে এটি সম্পূর্ণ অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত। ভোটের দিন ছাড়া কোনো গণভোটের সিদ্ধান্ত বিএনপি কখনো মেনে নেবে না।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ফখরুল ইসলাম বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবিত দফাগুলোর ওপর গণভোট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। কিন্তু জুলাই সনদে থাকা রাজনৈতিক দলগুলোর মতামত, ভিন্নমত বা নোট অব ডিসেন্টের বিষয়টি এ পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়নি। অর্থাৎ কমিশনের প্রস্তাব ও সুপারিশ একপেশে এবং জবরদস্তিমূলকভাবে জাতির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এতে দীর্ঘ এক বছর ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার ও ঐকমত্য কমিশনের আলোচনার কাজ অর্থহীন এবং প্রহসনমূলক হয়ে গেছে।
তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি সরকারের নেই। কমিশন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকারও উপেক্ষা করেছে। সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার ২৭০ পঞ্জিকা দিনের মধ্যে যদি সংবিধান সংস্কারের কাজ শেষ না হয়, তাহলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে—এটি সম্পূর্ণ অযৌক্তিক, হাস্যকর এবং উদ্দেশ্যপ্রণোদিত। কোনো বিল জাতীয় সংসদে অনুমোদনের পর রাষ্ট্রপতির অনুমোদন না নিলে তা আইনে পরিণত হয় না। স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। এটি হলে গণতান্ত্রিক প্রক্রিয়া ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থি হবে।
Abdur Rabby
