ঝিনাইদহে নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কাতলামারি কুঠিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হল—একই গ্রামের সোহেল মিয়ার ছেলে আরিয়ান (৪) ও ইমদাদুল ইসলাম তারা মিয়ার মেয়ে তাসনীম (৪)।
কাতলামারি পুলিশ ক্যাম্পের এসআই জাহাঙ্গীর আল মামুন জানান, তিনজন শিশু দুপুরে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে আরিয়ান ও তাসনীম স্রোতে ভেসে যায় এবং ডুবে যায়। বেঁচে যাওয়া শিশুটি বাড়িতে ফিরে ঘটনাটি জানালে স্বজনরা দ্রুত নদীতে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এটি নিছক একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিকভাবে তাদের দাফনের প্রস্তুতি চলছে।
Abdur Rabby
