চাকরি জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের আন্দোলন আজ ১৮তম দিনে প্রবেশ করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকেই শিক্ষকেরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
আন্দোলনরত শিক্ষকরা জানান, প্রশাসনিক জটিলতা এবং প্রতিহিংসার কারণে তারা বাধ্য হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের চাকুরি জাতীয়করণের প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তারা সতর্ক করেছেন।
এর আগে বুধবার শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে। সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ ব্যারিকেডের মাধ্যমে বাধা দিলে শিক্ষকরা এগিয়ে যেতে চাইলে তাদের ওপর জলকামান ও সাউন্ডগ্রেনেড ব্যবহার করা হয়। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি শিক্ষকদের দাবিতে শিক্ষা মন্ত্রণালয় ইবতেদায়ী মাদরাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছিল। কিন্তু সেই ঘোষণার পরও এখনও কোনো প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়নি।
Abdur Rabby
