চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে অভিযান চালিয়ে র্যাব কয়েকটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে। এ সময় দুজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালেই উপজেলার নোয়াপাড়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিনের বাড়ি থেকে এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে রাউজানে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। কখনও প্রকাশ্যে গুলি চালিয়ে, কখনও ছুরিকাঘাতের মাধ্যমে মানুষ নিহত হচ্ছে। এই পরিস্থিতিতে র্যাব অভিযান চালিয়ে একাধিক আগ্নেয়াস্ত্র, প্রচুর গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। আটককৃত দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Abdur Rabby
