ঢাকা | বঙ্গাব্দ

টেকনাফ সীমান্তে এক লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2025 ইং
ছবির ক্যাপশন:

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার নারিকেল কাঠি সংলগ্ন ‘সাইফুলের ঘের’ এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ ইয়াবা প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে টহল দলের সদস্যরা ওই স্থানে অবস্থান নেন। ভোরে পাঁচজন পাচারকারী বস্তা কাঁধে নিয়ে নাফনদ হয়ে বাংলাদেশের দিকে আসলে বিজিবি সদস্যরা থামার সংকেত দেন। এই সংকেত উপেক্ষা করলে তারা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে এক লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান বলেন, “উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ও প্যাকেজিং কৌশল আন্তর্জাতিক মাদক পাচার চক্রের কার্যক্রমের ইঙ্গিত দেয়। স্থানীয় হোতাদের একজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। পাচার চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে ‘হাই-টেক নজরদারি’ চলছে। অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে এবং এই নেটওয়ার্কের মূল শিকড়ে আঘাত হানা হবে।”

তিনি আরও জানান, “পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স