ঢাকা | বঙ্গাব্দ

ইসিতে এনসিপি নেতার সঙ্গে রুমিন ফারহানা গ্রুপের হট্টগোল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2025 ইং
ছবির ক্যাপশন:

সংসদীয় সীমানা শুনানিতে রুমিন ফারহানার সঙ্গে এনসপি নেতার হট্টগোল, উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসি

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আয়োজিত দাবী-আপত্তির শুনানিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার (২৪ আগস্ট) বেলা ১২টায় নির্বাচন ভবনে শুরু হওয়া এ শুনানিতে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার গ্রুপের সঙ্গে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহর বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এদিন যেসব আসনের সীমানা সংক্রান্ত শুনানি হয়, তার মধ্যে ছিল ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৩। উভয় আসন থেকেই অংশগ্রহণকারীরা একপর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন এবং দুই পক্ষের মধ্যে হট্টগোল ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসি কর্মকর্তাদের হস্তক্ষেপ করতে হয়।

শুনানিতে ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া সীমানার পক্ষে যুক্তি তুলে ধরেন। অপরদিকে, অংশগ্রহণকারী অন্য কয়েকজন খসড়ার বিরোধিতা করেন। তারা বলেন, বিজয়নগর উপজেলা থেকে বুধন্তি, চান্দুয়া ও হরষপুর—এই তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে, যা উপজেলার ভৌগোলিক অখণ্ডতাকে বিঘ্নিত করে। তাই তারা উপজেলাকে একীভূত রাখার দাবি জানান।

ঘটনার পর রুমিন ফারহানা বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক। আমি ভাবিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ থেকে কেউ ইসিতে গুণ্ডা-পাণ্ডা নিয়ে আসবে। এটা কমিশনের ভাবমূর্তির সাথে যায় না। আমি ইসির খসড়ার পক্ষে আছি এবং চাই, সেটিই বহাল থাকুক। আমি কারও বিরুদ্ধে কিছু আনিনি, অথচ যাদের পক্ষে লড়েছি, তারাই আজ আমাকে ধাক্কা দিচ্ছে। এটি ১৫ বছরে ঘটেনি, আজ ঘটেছে।”

অন্যদিকে, এনসিপি নেতারা অভিযোগ করেছেন, রুমিন ফারহানা শুনানিতে অন্য পক্ষকে সঠিকভাবে বক্তব্য রাখতে দেননি, যা থেকেই মূলত উত্তেজনার সূত্রপাত হয়।

প্রসঙ্গত, শুনানির প্রথম দিন ইসি কুমিল্লা অঞ্চলের বিভিন্ন আসনের দাবি-আপত্তির শুনানি গ্রহণ করেছে। এই শুনানি চলবে আগামী বুধবার পর্যন্ত।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স