গত পাঁচ বছরে চীন বিশ্বের সবচেয়ে বড় ও আধুনিক ফাইভ-জি নেটওয়ার্ক অবকাঠামো গড়ে তুলেছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষপর্যন্ত দেশটিতে ৪৭ লাখ ১০ হাজারের বেশি ফাইভজি বেস স্টেশন স্থাপন করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ লাখ ৫৫ হাজার বেশি। এই তথ্য জানিয়েছে চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের টেলিযোগাযোগ খাত চলতি বছরের প্রথম ৯ মাসে স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় রেখেছে। সেপ্টেম্বরের শেষে চীনের তিনটি প্রধান টেলিকম কোম্পানি ও চায়না ব্রডনেট মিলিয়ে মোট ১২০ কোটি মোবাইল ব্যবহারকারী ফাইভজি পরিষেবায় যুক্ত হয়েছেন।
Abdur Rabby
