ঢাকা | বঙ্গাব্দ

৩০ হাজার কর্মী ছাঁটাই করছে অ্যামাজন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2025 ইং
ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন খরচ কমানো এবং মহামারির সময় অতিরিক্ত কর্মী নিয়োগের প্রভাব সামলাতে প্রায় ৩০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। এই ছাঁটাই কার্যকর হলে, ২০২২ সালের পর এটি হবে কোম্পানির সবচেয়ে বড় কর্মী সংকোচন। মঙ্গলবার (২৮ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, করপোরেট খরচ কমানো এবং অতিরিক্ত নিয়োগের প্রভাব মোকাবিলা করতে অ্যামাজন এই বৃহৎ কর্মী ছাঁটাই সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি মঙ্গলবার থেকেই প্রায় ৩০ হাজার করপোরেট কর্মীর ছাঁটাই শুরু করবে। বিষয়টি নিশ্চিত করেছেন তিনটি সূত্র, যারা ব্লুমবার্গকে তথ্য প্রদান করেছেন।

অ্যামাজনের মোট কর্মীর সংখ্যা ১৫ লাখ ৫০ হাজার হলেও, ছাঁটাইয়ের আওতায় পড়া ৩০ হাজার করপোরেট কর্মী প্রায় ৩ লাখ ৫০ হাজার কর্মীর ১০ শতাংশ। উল্লেখ্য, ২০২২ সালের শেষের দিকে প্রায় ২৭ হাজার কর্মী ছাঁটাইয়ের পর এটি হবে কোম্পানির সর্বোচ্চ কর্মী সংকোচন। তবে অ্যামাজনের মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

নতুন দফার ছাঁটাইয়ে মানবসম্পদ, অপারেশনস, ডিভাইস ও সার্ভিস এবং অ্যামাজন ওয়েব সার্ভিসেস বিভাগ অন্তর্ভুক্ত হতে পারে। সূত্র জানায়, সোমবার থেকেই সংশ্লিষ্ট বিভাগের ম্যানেজারদের কর্মী ছাঁটাই সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে মঙ্গলবার সকালেই ইমেইলের মাধ্যমে ছাঁটাই নোটিশ প্রেরণের পর তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স