ঢাকা | বঙ্গাব্দ

নভেম্বরের মধ্যে গণভোটসহ ৫ দাবিতে ইসিতে জামায়াতসহ ৮ দলের স্মারকলিপি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

আগামী মাসের মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি জমা দিয়েছেন জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দলের নেতারা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর তারা এই স্মারকলিপি প্রদান করেন।

বৈঠক শেষে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম জানান, নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করা আবশ্যক। তিনি বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে করা সম্ভব নয় এবং এ বিষয়টি স্মারকলিপিতেও উল্লেখ রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে নভেম্বরের তিন তারিখ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) পরিবর্তনের প্রস্তাব দিয়েছে, তবে সংশোধিত আরপিও বহাল রাখতে হবে। একই সঙ্গে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়টিও স্মরণ করান তিনি।

এর আগে, বেলা ১২টায় আগারগাঁও মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলের মাধ্যমে নির্বাচন কমিশনে পৌঁছান জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। সমাবেশে তারা জানান, নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স